Site icon Jamuna Television

ফেডারেশন কাপে জিতেছে সাইফ, হেরেছে ব্রাদার্স

ফেডারেশন কাপ ফুটবলে গ্রুপ পর্বের ম্যাচে দারুণ জয় তুলে নিয়েছে সাইফ স্পেটিং ক্লাব ও আরামবাগ ক্রীড়া সংঘ। বঙ্গবন্ধু জাতীয় ফুটবল স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে উত্তর বারিধারাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। দ্বিতীয় ম্যাচে আরামবাগের সাথে ২-০ গোলে হেরেছে ব্রাদাস ইউনিয়ন।

বিকেলে, ম্যাচের শুরু থেকেই এটাকিং ফুটবলে মনযোগী ছিলও ব্রাদার্সের। বল দখলের দিক থেকে পুরো ম্যাচে এগিয়ে ছিল তারা, তারপরও প্রথমার্ধের শেষের দিকে গোল হজম করতে হয় পুরান ঢাকার এই ক্লাবটিকে। নাইজেরিয়ান ফরোয়ার্ড ক্রিস্টোফারের স্কোরে ১-০ গোলে এগিয়ে যায় আরামবাগ। দ্বিতীয়ার্ধের শেষের দিকে মুরাদ হোসেনের স্কোরে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আরামবাগ ক্রীড়া সংঘ।

এর আগে দিনের প্রথম ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাবের কাছে রীতিমত উড়ে যায় উত্তর বারিধারা। সাইফের আক্রমণের ফাঁদে ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই নিজেদের জালে নিজেরাই বল জড়িয়ে পিছিয়ে পড়ে বারিধারা। ৬৩ মিনিটে সাইফকে ২-০ গোলে এগিয়ে নেয় বিদেশি খেলোয়াড় এনগোকের।

ম্যাচের ৭৯ মিনিটে ফয়সালের স্কোরে ৩-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে সাইফ স্পোটিং ক্লাব।

Exit mobile version