Site icon Jamuna Television

ম্যারাডোনার শরীরে কোনো ধরনের মাদক পাওয়া যায়নি

ছবি: ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা।

ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর পর তার সঠিক চিকিৎসা হয়েছে কি না এই বিষয়ে প্রশ্ন ওঠায় এই অভিযোগ খতিয়ে দেখতে কিংবদন্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরিক্ষা করা হয়।

সব পরিক্ষা নিরিক্ষা শেষে টক্সিকোলোজি রিপোর্টে বলা হয় ম্যারাডোনার শারীরিক ও মানসিক চিকিৎসার জন্যই ওষুধ দেয়া হয়েছিলো তার শরীরে কোন মাদক বা অবৈধ মেডিসিন প্রোয়োগ করা হয়নি।।

এই তদন্তের প্রধান কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল সান ইসিদরো জানিয়েছে ম্যারাডোনার হতাশা, খিঁচুনি ও পেটের পীড়ার চিকিৎসা চলছিলো ম্যারাডোনার। প্রমাণ মেলে কিডনি, লাং ও লিভারের জটিল সমস্যায়ও ভুগছিলেন তিনি। গত ২৫ নভেম্বর, ৬০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ম্যারাডোনা।

Exit mobile version