Site icon Jamuna Television

অ্যাপলের পেজের ভেরিফিকেশন তুলে নিলো ফেসবুক

জায়ান্ট স্মার্ট গেজেট নির্মাণকারী প্রতিষ্ঠান আ্যাপলের ব্লু ব্যাজ ভেরিফেকেশন তুলে নিয়েছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুক। অ্যাপলের তাদের পেজে আর দেখা যাচ্ছে না নীল টিক চিহ্নিত সাইন।

ফেসবুক সাধারণত সত্যতা যাচাইকরণের পরে কোন প্রতিষ্ঠানের পেজে বা আইডিতে এই টিক সাইন দিয়ে থাকে। কিন্তু নানা কারণ দর্শিয়ে অ্যাপলের পেজ থেকে এ চিহ্ন সরিয়ে নিয়েছে মার্ক জুকারবার্গের প্রতিষ্ঠান।

তবে ডেইলি মেইল জানিয়েছে, ফেসবুক ও টুইটারের গোপন বিরোধের জেরে এমনটি ঘটিয়েছে তারা। তবে এ বিষয়ে দাফতরকিভাবে কোন বিবৃতি দেয়নি ফেসবুক।

অ্যাপলের নতুন অপারেটিং সিস্টেম আইওএস-১৪ তে এমন কিছু ফিচার রাখা হয়েছে যেগুলো ফেসবুকের নীতিমালার সাথে সাংঘার্ষিক। আর ফলেই বেঁকে বসেছে ফেসবুক। ফেসবুক এর আগে জানায়, অ্যাপলের এই অপারেটিং সিস্টেম ফেসবুকের গোপনীয়তা রক্ষায় বাধা সৃষ্টি করতে পারে।

মঙ্গলবার সকালে মিডিয়া পরামর্শক ম্যাট নাভারা লক্ষ করেন যে ফেসবুকে অ্যাপলের পেজটি থেকে নীল রঙের টিকটি দেখা যাচ্ছে না। মার্ক জুকারবার্গ প্রতিষ্ঠিত সাইটটি তার আসন্ন গোপনীয়তার পরিবর্তনগুলি নিয়ে আইফোন নির্মাতা অ্যাপলকে কটূক্তিও করেছে।

Exit mobile version