Site icon Jamuna Television

অভিনেতা নিরবের মায়ের মৃত্যু

ছবি: সংগ্রহীত।

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক নিরবের মা নূরজাহান আলম আর নেই। বৃহস্পতিবার সকাল ৭টা ৪৫ মিনিটে রাজধানীর পান্থপথের বিআরবি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিরবের মায়ের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন পরিচালক সাইফ চন্দন। দীর্ঘদিন ধরে নিরবের মা কিডনি ও হৃদরোগে ভুগছিলেন। তার দু’টো কিডনিই অকেজো ছিল। তাই নিয়মিত ডায়ালাইসিস নিতে হতো। তবে তার মৃত্যুর কারণ হার্টঅ্যাটাক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

জানা গেছে, মায়ের মরদেহ নিয়ে নিরব ইতোমধ্যে গ্রামেরবাড়ি রাজবাড়ী জেলায় রওনা দিয়েছেন। জানাজা শেষে সন্ধ্যায় বসন্তপুর গ্রামে তাদের পারিবারিক কবরস্থানে নূরজাহান আলমকে সমাহিত করা হবে।

Exit mobile version