Site icon Jamuna Television

নড়াইলে আন্তঃজেলা প্রতারক চক্রের হোতাসহ গ্রেফতার ১৫

নড়াইল প্রতিনিধি:

নড়াইলে আন্তঃজেলা প্রতারক চক্রের হোতা আবু হেলাল আল মামুনসহ ১৫ জনকে গ্রেফতার করেছে ডিবি ও থানা পুলিশ।

শুক্রবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)। তিনি জানান, বৃহস্পতিবার রাতে যশোর বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা প্রতারক চক্রের হোতা ১০টি মামলার আসামি আবু হেলাল আল মামুনকে (৪৫) গ্রেফতার করে ডিবি পুলিশ।

মামুনের বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার চরমল্লিকপুর গ্রামে। এছাড়া জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ১৪জনকে গ্রেফতার করা হয়।

Exit mobile version