Site icon Jamuna Television

ট্রাম্পের পরিণতি হবে সাদ্দাম হোসেনের মতো: রুহানি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিণতি হবে ইরাকের সাবেক নেতা সাদ্দাম হোসেনের মতো। এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

হাসান রুহানি বলেন, সাম্প্রতিক ইতিহাসে দুজন উন্মাদ আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে। এ অঞ্চলের মাথাগরম নেতা সাদ্দাম হোসেন চাপিয়েছে সামরিক যুদ্ধ, আর এখনকার উন্মাদ নেতা ডোনাল্ড ট্রাম্প চাপিয়েছে অর্থনৈতিক যুদ্ধ। ফাঁসিকাষ্ঠে নির্মম পরিণতি হয়েছে সাদ্দামের, আর ট্রাম্পের পরিণতিও তার চেয়ে ভালো কিছু হবে না।

ইউএইচ/

Exit mobile version