Site icon Jamuna Television

জয়পুরহাটে আনুষ্ঠানিকভাবে শুরু হলো চাল সংগ্রহ

স্টাফ করেসপন্ডেন্ট, জয়পুরহাট:

জয়পুরহাটে আনুষ্ঠানিকভাবে চাল সংগ্রহ শুরু হয়েছে। আজ রোববার বিকেলে সদর উপজেলা খাদ্য গুদামে চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান এস এম সোলায়মান আলী।

খাদ্য অফিস জানায়, সদর উপজেলার চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তিন হাজার আটশ’ টন। আর জেলার লক্ষ্যমাত্রা তের হাজার বিশ মেট্রিকটন। এজন্য সদরে বারো জন হাস্কিং মিল এবং পাঁচজন অটোমিল আর জেলায় ছিয়াত্তর জন হাস্কিং মিল ও ছয়জন অটো মিল মালিক খাদ্য অফিসের সাথে চুক্তিবদ্ধ হয়েছে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়ের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সদর থানা খাদ্য কর্মকর্তা রেবেকা সিদ্দিকা, সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা আ. রহিমসহ অন্যান্যরা।

ইউএইচ/

Exit mobile version