Site icon Jamuna Television

মালদ্বীপে টাইগারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন দিশা

বছরের শেষটা জমকালো করতে দিশা আর টাইগার শ্রফ ফের মালদ্বীপে গেলেন। তবে মজার বিষয় হলো তারা দুজনেই মালদ্বীপে গেলেও এখনও একসঙ্গে কোন ছবি দেননি সোশ্যাল মিডিয়ায়।

তবে বছরের মাঝে দীপাবলির সময়েই মালদ্বীপ একসাথে ঘুরতে যান এই দুজন। সে বার নীল জলের মাঝে দিশার বিকিনি পরিহিত ছবি ইন্টারনেটে বেশ ভাইরাল হয়। আবার মন্দিরের কারুকাজের মতো অ্যাবসওয়ালা টাইগার শ্রফের সাঁতার দৃশ্যও নিয়েও হইচই পড়ে বেশ।

আনন্দবাজার জানায়, রোববারই টাইগার আর দিশাকে একসঙ্গে দেখা গিয়েছিল মুম্বাই বিমানবন্দরে। তারপরই শুরু হয়েছিল জল্পনা। কোথায় যাচ্ছে দুজনে? উত্তর মিলেছে দু’জনেরই ইনস্টাগ্রাম স্টোরিতে একের পর এক মলদ্বীপের পোস্ট দেখে।

Exit mobile version