Site icon Jamuna Television

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরত আসা প্রবাসীরা ব্যবসা করতে পারবে

প্রবাসীদের কল্যাণে গড়ে তোলা প্রবাসী কল্যাণ ব্যাংকের জন্যে ৭০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, এখান থেকে ঋণ নিয়ে ফেরত আসা প্রবাসীরা ব্যবসা বাণিজ্য করতে পারবেন।

বুধবার সকালে আন্তর্জাতিক অভিবাসী দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষতা অর্জন করে বিদেশে যাওয়ারও পরামর্শ দেন তিনি।

দেশে প্রবাসীদের মর্যাদা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বলেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দায়িত্বশীল আচরণ করতে হবে। যারা বিদেশে যাবেন, তাদের কাজের নিশ্চয়তা ও নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। আত্মনির্ভরশীল হতে কাজ করছে সরকার। স্বাবলম্বী হওয়ার পথে দেশ। এখন বিদেশি বিনিয়োগ আসছে। তৈরি হচ্ছে কর্মসংস্থানের সুযোগ। কাজের আর অভাব হবে না।

প্রবাসীদের দেশে এসে বিনিয়োগ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাদের সব ধরনের সহায়তা দেবে সরকার। করোনার মধ্যে রেমিট্যান্স বেড়ে যাওয়ায় প্রবাসীদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

ইউএইচ/

Exit mobile version