Site icon Jamuna Television

মুক্তিযুদ্ধের পর বিভিন্ন বাহিনীর অনেকে অবৈধ গেজেটভুক্ত হয়েছে

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ফাইল ছবি।

মুক্তিযুদ্ধের পর বিভিন্ন বাহিনীর অনেকে অবৈধভাবে গেজেট ভুক্ত হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক।

রোববার এক সভায় এ তথ্য জানান মন্ত্রী। তিনি বলেন, এরকম ১২ থেকে ১৪ হাজার জনের তালিকা করা হয়েছে। তাদের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করার বিষয়ে তদন্ত হচ্ছে। ২৬ মার্চের আগে প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকা করা হবে।

এর আগে বঙ্গবন্ধুর খুনি মেজর ডালিম, নুর চৌধুরী, কর্নেল ফারুক ও রশিদের সনদ বাতিল করা হয়েছে। রাজাকারদের তালিকা প্রকাশের আইনী ভিত্তি রেখে জামুকা আইন সংসদের সামনের অধিবেশনে পাস হবে বলেও জানান তিনি।

Exit mobile version