Site icon Jamuna Television

সাঈদ খোকনের বিরুদ্ধে মানহানির মামলার ঘোষণা মেয়র তাপসের

সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে এবার মানহানির মামলা করার ঘোষণা দিলেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস।

সোমবার সকালে রাজধানীর মানিকনগর ওয়াটার স্লুইস গেট ও ওয়াসা পাম্প হাউজ পরিদর্শনে তিনি এমনটা বলেছেন।

এসময় তাপস আরও বলেন, জলাবদ্ধতা নিরসন, কালভার্ট থেকে বর্জ্য অপসারণ- সব মিলিয়ে বিশাল এক কর্মযজ্ঞ শুরু হয়েছে। একইসাথে, গোপীবাগ ৮ নম্বর ওয়ার্ডে জানুয়ারিতে শুরু হওয়া কাজ আগামী মার্চে শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। তার অভিযোগ দীর্ঘদিন ধরে ঢাকা দক্ষিণে কোনও কাজ হয়নি।

এর আগে শনিবার ঢাকা দক্ষিণ সিটির মেয়র তাপস ডিএসসিসির শতশত কোটি টাকা নিজের মালিকানাধীন ব্যাংকে হস্তান্তর করেছেন বলে অভিযোগ করেন দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন।

Exit mobile version