Site icon Jamuna Television

২৪ বছর পর ক্রিকেট ফিরছে কমনওয়েলথ গেমসে

২৪ বছর পর কমনওয়েলথ গেমসে ফিরছে ক্রিকেট। এ নিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে আইসিসি ও কমনওয়েলথ গেমস কর্তৃপক্ষ। ২০২২ বার্মিংহাম গেমসে ফিরবে পুরুষ ও নারী টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। তবে এখনও বাছাই প্রক্রিয়া কি হবে সেটা এখন ও নিশ্চিত করেনি আইসিসি।

আগামী ১ এপ্রিল পর্যন্ত আইসিসি র্যাংকিংয়ে এ শীর্ষ ছয় দল সরাসরি অংশ নিতে পারবে এই গেমসে সাথে থাকবে আয়োজক ইংল্যান্ড। বাকি আরেক দল নির্বাচিত করা হবে ২০২২ সালের ৩১ জানুয়ারির মধ্যে বাছাই পর্বের মাধ্যমে।

সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে এজবাস্টন স্টেডিয়ামে। এর আগে ১৯৯৮ সালে কুয়ালালামপুর আসরে প্রথমবার অংশ নিয়েছিলো ক্রিকেট। এবার প্রথমবারের মতো কমনওয়েলথ গেমসে অংশ নিচ্ছে নারী ক্রিকেট।

Exit mobile version