Site icon Jamuna Television

দশ মাস পর আজ আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশে

দীর্ঘ দশ মাস পর আজ আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশে। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে উইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সকাল সাড়ে ১১টায় শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে।

নিজস্ব ব্র্যান্ডের ক্রিকেট খেলে সিরিজ জয়ের প্রত্যয় জানিয়েছেন নতুন অধিনায়ক তামিম ইকবাল। অন্যদিকে দুর্বল দল হলেও কিছু একটা করে দেখানোর স্বপ্ন ক্যারিবিয়ান অধিনায়ক জেসন মোহাম্মদের।

ছয় বছরেরও অধিক সময় পর নতুন একজন অধিনায়কের অধীনে ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। এমন ম্যাচেই মিরপুর থাকছে দর্শকশূন্য। খেলা হবে পাঁচ নম্বর উইকেটে। আর এবারই প্রথম বড় পরিসরে বর্ণবাদ বিরোধী আন্দোলনের সাথে শরিক হচ্ছে বিসিবি।

ইউএইচ/

Exit mobile version