Site icon Jamuna Television

আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে লেস্টার সিটি

আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে লেস্টার সিটি। চেলসিকে নিজেদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ২-০ গোলে হারিয়েছে তারা।

লিগে ভালো অবস্থানে না থাকা চেলসির বিপক্ষে গোল পেতে বেশি সময় লাগেনি লেস্টার সিটির। ৬ মিনিটের মাথায় দলটিকে লিড এনে দেন উইলফ্রেড এনডিডি। বিরতিতে যাওয়ার আগে লেস্টারের হয়ে দ্বিতীয় গোল করেন জেমস ম্যাডিসন।

দ্বিতীয়ার্ধে আর গোল না হলে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রেন্ডান রজার্স শীর্ষরা। এই জয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে টপকে টেবিলের শীর্ষে উঠে গেছে তারা। আর হেরে পয়েন্ট টেবিলের আটে অবস্থান চেলসির।

ইউএইচ/

Exit mobile version