Site icon Jamuna Television

নারায়ণগঞ্জে শুরু হচ্ছে মাস্টার্স ক্রিকেট সিজন-২ টুর্নামেন্ট

নারায়ণগঞ্জে সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স ক্রিকেট মাঠে ২২ জানুয়ারি শুরু হচ্ছে মাস্টার্স ক্রিকেট সিজন-২ টুর্নামেন্ট।

প্লেট ও কাপ দুই পর্বে সপ্তাহের শুক্রবার এবং শনিবার প্রতিযোগিতার দুইটি করে খেলা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে অংশগ্রহণ করবে মোট ছয়টি দল। প্রতিটি দলেই জাতীয় ক্রিকেট দলের সাবেক বেশ কয়েকজন খেলোয়াড় খেলবেন।

শুক্রবার সকাল নয়টায় উদ্বোধনী দিনে দুইটি খেলা অনুষ্ঠিত হবে। জাতীয় ক্রিকেট দলের সাবেক দুই অধিনায়ক ফারুক আহমেদ, আতাহার আলী খানসহ অন্তত দশ বারোজন সাবেক জাতীয় দলের খেলোয়াড় অংশগ্রহণ করবেন টুর্নামেন্টে।

ইউএইচ/

Exit mobile version