Site icon Jamuna Television

চমক দিয়েও ইংল্যান্ডের বিপক্ষে ভারতের টেস্ট দলে জায়গা পাননি নটরাজন

চমক দিয়েও ইংল্যান্ডের বিপক্ষে ভারতের টেস্ট দলে জায়গা পাননি বাঁহাতি পেসার থাঙ্গারাসু নটরাজন। ছুটি কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন অধিনায়ক ভিরাট কোহলি।

নিজেদের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুটির জন্য দল ঘোষণা করেছে ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত জয়ের একদিন না পেরোতেই ঘোষণা হয় ১৮ সদস্যের দল।

পাঁজরের চোট কাটিয়ে ঢুকেছেন অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মা। জসপ্রিত বুমরাহর সাথে পেস আক্রমণে আছেন মোহাম্মদ সিরাজ আর শার্দুল ঠাকুর। আছেন হার্দিক পান্ডিয়া। জায়গা পাননি ওপেনার পৃথ্বী শ। স্পিনার কুলদ্বীপ যাদবকেও রাখা হয়েছে স্কোয়াডে। ৫ ফেব্রুয়ারি চেন্নাইতে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।

ইউএইচ/

Exit mobile version