Site icon Jamuna Television

সিলেটে যুবকের মরদেহ উদ্ধার

সিলেটের কৃষি গবেষণা খামার এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল সন্ধ্যায় বিআইডিসি এলাকার খামারে লেকের পাশে মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহতের নাম নাইম আহমদ। পেশায় একজন মিস্ত্রি। মোহাম্মদপুরে নানার বাড়িতে থাকতেন তিনি। তার শরীরের বিভিন্নস্থানে বেশকিছু ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। কে বা কারা এই হত্যার সাথে জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ইউএইচ/

Exit mobile version