Site icon Jamuna Television

বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচে বৃষ্টির বাগড়া

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে উইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। যেখানে মোস্তাফিজ-রুবেলদের দাপটে ভালো শুরু টাইগারদের। উইন্ডিজের সংগ্রহ
যখন ১ উইকেটে ১৩ রান তখন বৃষ্টি বাগড়া দেয়। কিছু সময়ের জন্য খেলা বন্ধ থাকে। প্রায় ঘণ্টাখানেক পর আবার শুরু হয় খেলা। শেষ খবর পাওয়া পর্যন্ত ২ উইকেট হারিয়ে উইন্ডিজের সংগ্রহ ৩৯ রান।

এই ম্যাচ দিয়ে অভিষেক হয়েছে পেসার হাসান মাহমুদের। নেই মোহাম্মদ সাইফউদ্দিন। একাদশে আছেন মেহেদী মিরাজ। দীর্ঘ ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলো বাংলাদেশ।

ইনিংসের ২য় ওভারেই লেগ বিফোরের ফাঁদে ফেলে সুনিল এমব্রোসকে সাজঘরে ফেরান মোস্তাফিজুর রহমান। আর উইন্ডিজের দলীয় রান যখন ২৪ তখন জসুয়া দা সিলভাকেও শিকারে পরিণত করেন মোস্তাফিজ।

মাশরাফী অধ্যায় শেষে এই ওয়ানডে দিয়েই তামিম ইকবালের অধিনায়কত্ব অধ্যায় শুরু হলো। নিষেধাজ্ঞা কাটিয়ে এই ম্যাচ দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন সাকিব আল হাসান।

ইউএইচ/

Exit mobile version