Site icon Jamuna Television

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের তালিকা চাইলেন হাইকোর্ট

২০০৮ থেকে ২০২০ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকে কর্মরত কর্মকর্তাদের তালিকাসহ তথ্য চেয়েছেন হাইকোর্ট। পাশাপাশি তারা মানিলন্ডারিং প্রতিরোধে কেন ব্যর্থ, তা জানতে চেয়েছেন। এ বিষয়ে ব্যাখ্যাও চেয়েছেন আদালত।

বাংলাদেশ ব্যাংকের অডিট বিভাগ, ফিন্যানশিয়াল ইনিস্টিটিউশন, মার্কেট ডিভিশনসহ সংশ্লিষ্টদের এ ব্যাখ্যা দিতে হবে। আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে এই প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দীন শামীমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চে এই আদেশ দেন। শুনানিতে বাংলাদেশ ব্যাংকের অবশ্যই মানিলন্ডারিং প্রতিরোধ ব্যর্থতার বিষয়ে জবাবদিহিতা করতে হবে বলেও মন্তব্য করেন হাইকোর্ট।

Exit mobile version