Site icon Jamuna Television

করোনা কেড়ে নিলো সাংবাদিক আফজালকে

আফজাল মোহাম্মদ।

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) গবেষণা সহযোগী মোহাম্মদ আফজালুর রহমান। তিনি চ্যানেল একসময় নাইনের প্রতিবেদক ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩১ বছর। 

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেল ৪টায় শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ নিজ জেলা পঞ্চগড়ে নিয়ে যাওয়া হবে।

এর আগে, তার প্রথম জানাজা ডিআরইউতে। রাত সাড়ে আটটায় বিজেসি কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

আফজাল মোহাম্মদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)। শোক ও সমবেদনা জানিয়েছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন।

Exit mobile version