Site icon Jamuna Television

১২ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

১২ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

রাজবাড়ী প্রতিনিধি:

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১২ ঘণ্টা বন্ধ রাখার পর রোববার সকাল ১০টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

বিআইড‌ব্লিউ‌টি‌সি দৌলত‌দিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আব্দুল্লাহ র‌নি জানান, শনিবার সন্ধ্যার পর থেকে পদ্মায় কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্বের কারণে নদী পথ অস্পষ্ট হয়ে ওঠায় রাত ১০টা থেকে দুর্ঘটনা এড়াতে এরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। পরে কুয়াশার ঘনত্ব কমে আসায় রোববার ১০টার দিকে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হ‌য়। তিনি জানান, বর্তমানে এরুটে ছোট বড় ১৬টি ফেরি চলাচল করছে।

এর আগে ঘন কুয়াশার কারণে শনিবার রাত ১০টা থেকে দুর্ঘটনা এড়াতে দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরুটের উভয় প্রান্তের সড়কে নদী পারের অপেক্ষায় অ্যাম্বুলেন্স, যাত্রীবা‌হি বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস, পণ্যবাহী ট্রাকসহ কয়েকশ যানবাহন।

Exit mobile version