Site icon Jamuna Television

১০ বছর ধরে মায়ের লাশ ফ্রিজে লুকিয়ে রেখেছেন মেয়ে!

জাপানে এক নারীর ফ্ল্যাটে ফ্রিজের ভেতর নিজের মায়ের মরদেহ পাওয়া যাওয়ায় তাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার টোকিওর নিকটে চিবা শহরের একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, গ্রেফতারকৃত ইউমি ইওশিমো (৪৮) বলেছেন, তিনি তার মাকে মৃত অবস্থায় পেয়ে ১০ বছর ধরে লাশটি লুকিয়ে রেখেছিলেন। কারণ টোকিওতে যে বাসায় তারা থাকতেন সেখান থেকে তার মা ‘চলে যেতে চাননি’।

খবরে বলা হয়, বাড়ি ভাড়া দিতে না পারায় গত বুধবার ইওশিমোকে ওই ফ্ল্যাটবাড়ি ছাড়তে বাধ্য করা হয়। এরপর এক ক্লিনার দেখতে পান ফ্রিজের ভিতর লাশ।

পুলিশ জানিয়েছে, ওই মহিলার মৃতদেহ বাঁকিয়ে ফ্রিজারে ঢোকানো হয়েছিল। মৃত মহিলার শরীরের কোনো আঘাতের চিহ্ন নেই।

ইউএইচ/

Exit mobile version