Site icon Jamuna Television

আজ বাড়ি ফিরতে পারেন সৌরভ গাঙ্গুলী

ভালো আছেন সৌরভ গাঙ্গুলী। আজ তিনি বাড়ি ফিরতে পারেন। এমনটাই জানিয়েছেন, সৌরভের চিকিৎসক ডাক্তার সপ্তর্ষি বসু।

তিনি বলেন, ঠিকমতো খাওয়া দাওয়া করছেন সৌরভ। রাতে তার ভালো ঘুমও হয়েছে। আগের থেকে অনেকটাই সুস্থ বোধ করছেন তিনি।

হৃদরোগে আক্রান্ত হয়ে গত ২ জানুয়ারি প্রথম হাসপাতালে ভর্তি হন সৌরভ। সেবার একটি স্টেন্ট বসানো হয়। তারপর এক সপ্তাহের মধ্যে বাড়িও ফিরে যান তিনি। কিন্তু বুধবার ফের বুকে ব্যথা নিয়ে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। ধমনীর ব্লকেজ বেড়ে যাওয়ায় ফের দু’টি স্টেন্ট বসানো হয়েছে।

ইউএইচ/

Exit mobile version