Site icon Jamuna Television

টিকা নিয়ে সুস্থ আছেন স্বাস্থ্যর নাসিমা সুলতানা

করোনার টিকা নিয়ে নানা গুজবের মুখে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানালেন, টিকা নেয়ার পরে তিনি সুস্থ আছেন।

সোমবার সকালে জেলা সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এবং মেডিকেল কলেজের পরিচালকদের সাথে অনলাইন সভা শেষে একথা জানান তিনি। সামাজিক মাধ্যমে টিকা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রেক্ষিতে এ কথা বলেন নাসিমা সুলতানা। তিনিসহ সকলেই সুস্থ আছেন বলেও নিশ্চিত করেন নাসিমা সুলতানা।

সভা শেষে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম জানান, আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত স্বাস্থ্যকর্মীরা কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।

মহাপরিচালক বলেন, মাঠ পর্যায়ের স্বাস্থ্য কর্মীরা টিকা কার্যক্রম এগিয়ে নিতে প্রস্তুত আছে। এখন পর্যন্ত বিশ হাজারের বেশি মানুষ টিকা পেতে নিবন্ধন করেছেন। যারা অনলাইনে নিবন্ধন করতে পারবেন না তাদের সহায়তা করবেন মাঠ স্বাস্থ্য কর্মীরা। এছাড়া তিনি আরও বলেন, হাঙ্গেরি বা অন্য দেশকে টিকা দেয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানে না স্বাস্থ্য অধিদফতর।

Exit mobile version