Site icon Jamuna Television

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় আসছে শ্রীলঙ্কা

উইন্ডিজ সিরিজের আগে শ্রীলঙ্কার সাথে সিরিজ খেলার কথা থাকলেও করোনা ইস্যুতে সেটি স্থগিত হয়েছিলো। তার পর থেকেই চিঠি চালাচালি করছিলো দুই বোর্ড। সেই সময়ের মধ্যেই ঘরোয়া ক্রিকেটে মনোযোগ দিয়ে বিসিবি প্রেসিডেন্ট কাপ ও বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে বিসিবি।

সফল ভাবে সেই টুর্নামেন্টে শেষ করেই উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামার মধ্য দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরে টাইগাররা। ওয়ানডেতে উইন্ডিজকে হোয়াইটওয়াশ করার পর এখন টাইগারদের অপেক্ষা টেস্ট সিরিজ নিয়ে।

এর মধ্যই শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড থেকে সংবাদ এসেছে তারা টাইগারদের সাথে ওয়ানডে সিরিজ খেলতে আসবে এই বছরের মে মাসে।

সেই খবরই জানিয়েছেন আকরাম খান, বলেছেন সবকিছু ঠিক থাকলে আসছে মে মাসে আমাদের সাথে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আসবে শ্রীলঙ্কা। তবে টেস্ট সিরিজ কবে নাগাদ হবে সেটি এখন পর্যন্ত নিশ্চিত হয়নি। তবে ওয়ানডে সিরিজের আগে বা পরে টেস্ট সিরিজ হবার সম্ভাবনা রয়েছে বলে জানান আকরাম খান।

আর খালেদ মাহমুদ সুজন খবর দিয়েছেন, আসছে মার্চেই আফগানিস্তানের সাথে সিরিজ খেলবে বাংলাদেশ। তবে ভারত রাজি থাকলে তাদের নিয়ে হতে পারে ট্রাইনেশন সিরিজ।

Exit mobile version