Site icon Jamuna Television

সিরিয়ায় দু’দফা গাড়ি বোমা বিস্ফোরণে নিহত কমপক্ষে ১২

সিরিয়ার শহর আজাজে দু’ঘণ্টার ব্যবধানে দু’দফা গাড়ি বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১২ জন। রোববারের হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন।

পুলিশের বিবৃতি অনুসারে, তুরস্কের মদদপুষ্ট সিরিয়ার বিরোধী দলীয় সশস্ত্র সংগঠন অঞ্চলটিতে সক্রিয়। তারাই ঘটিয়েছে দু’দফা এ বিস্ফোরণ। আর এ বিস্ফোরণে আজাজ শহরেই এক শিশুসহ প্রাণ গেছে ৬ বেসামরিকের।

অন্যদিকে, আল-বাব তল্লাশি চৌকির কাছে ঘটানো গাড়ি বোমা বিস্ফোরণে প্রাণ হারান ৬ সেনাসদস্য। চলতি বছর জানুয়ারি মাসেই সিরিয়ার উত্তরাঞ্চলে ১১টি বিস্ফোরণ ঘটানো হয়। এলাকাটিতে বিদ্রোহী সংগঠনগুলো বেশ সক্রিয়।

ইউএইচ/

Exit mobile version