Site icon Jamuna Television

কোনো ব্যক্তিই অনিয়ম-দুর্নীতির ঊর্ধ্বে নয়: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফাইল ছবি

কোনো ব্যক্তিই অনিয়ম-দুর্নীতির ঊর্ধ্বে নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার সকালে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। তিনি বলেন, যে কোনো অনিয়মের বিরুদ্ধে তদন্ত করার দায়িত্ব রয়েছে স্বাধীন সংস্থা দুদকের।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যারা বলছে, নির্বাচন কমিশনের কারণে দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, তাদের এ অভিযোগ ঠিক নয়।

ব্যক্তি বিশেষ অনিয়ম করলে দুদক তদন্ত করতে পারে বলে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, কারো অনিয়ম নিয়ে গোটা নির্বাচন ব্যবস্থাকে দায়ী করা অপ্রত্যাশিত ও অযৌক্তিক। যারা দলের সিদ্ধান্ত মানবেন তাদের ভবিষ্যতে বিভিন্নভাবে মূল্যায়ন করা হবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পাশাপাশি যারা দলের সিদ্ধান্ত মানবেন না, তারা ভবিষ্যতে মনোনয়নতো পাবেনই না, উপরন্তু দলের কোনো সম্মানজনক পদও পাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

ইউএইচ/

Exit mobile version