Site icon Jamuna Television

ফের বাবা হলেন কপিল শর্মা

দ্বিতীয়বারের মতো বাবা হলেন ভারতের জনপ্রিয় কমেডি অভিনেতা কপিল শর্মা। সোমবার তার স্ত্রী গিনি চতরথের কোল আলো করে এসেছে ছেলে সন্তান।

সুখবরটি নিজেই টুইট করে ভক্ত-অনুরাগীদের জানিয়ে কপিল শর্মা লিখেছেন– সদ্যোজাত ও তার মা দুজনেই সুস্থ রয়েছেন।

টুইটে কপিল লেখেন– ‘আজকে (সোমবার) ভোরে আমাদের পুত্রসন্তান হয়েছে। স্রষ্টার কৃপায় মা ও শিশু উভয়ই ভালো আছে। এই ভালোবাসা, প্রার্থনা ও আশীর্বাদের জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবার প্রতি ভালোবাসা গিনি ও কপিল।’

এমন টুইটের পর পরই ভক্তদের অভিনন্দন ও শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন কপিল দম্পতি।

২০১৮ সালের ১২ ডিসেম্বর গিনি চতরথের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন কপিল শর্মা। ২০১৯ সালের ১০ ডিসেম্বর কপিল-গিনির ঘর আলো করে আসে প্রথম সন্তান আনায়রা।

ইউএইচ/

Exit mobile version