Site icon Jamuna Television

লস্কর-ই-তৈয়বা প্রধান হাফিজ সাঈদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

লস্কর-ই-তৈয়বা প্রধান হাফিজ সাঈদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

সন্ত্রাসবাদে অর্থ যোগানের অভিযোগে ‘লস্কর-ই-তৈয়বা’ প্রধান হাফিজ সাঈদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেন দিল্লি আদালত।

শনিবার একইসাথে জম্মু-কাশ্মিরে অস্থিরতা সৃষ্টির দায়ে তার সাথে অভিযুক্ত হন উপত্যকার ব্যবসায়ী জহুর আহমেদ শাহ্ ওয়াতালি, স্বাধীনতাকামী নেতা আলতাফ আহমেদ এবং দুবাই নৌবাহিনীর সাবেক কর্মকর্তা কিশোর কাপুর। বর্তমানে তারা তিহার জেলে শাস্তিভোগ করছেন।

জাতীয় গোয়েন্দা সংস্থার প্রতিবেদন অনুসারে, কারাগারে থেকেও স্বেচ্ছাসেবীদের মাধ্যমে পাকিস্তানের বেশকিছু উগ্রপন্থি দলের সাথে যোগাযোগ রেখেছেন তারা। অর্থের বিনিময়ে সেখান থেকে কাশ্মির উপত্যকায় সরবরাহ করা হচ্ছে অস্ত্রও।

২০০৮ সালে, মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী ভাবা হয় হাফিজ সাঈদকে।

Exit mobile version