Site icon Jamuna Television

ইন্দোনেশিয়ায় বন্যা: কারখানার লাল রঙে রক্তিম পুরো গ্রাম

ইন্দোনেশিয়ায় বন্যা: কারখানার লাল রঙে রক্তিম পুরো গ্রাম

রক্তিম ইন্দোনেশিয়ার এক গ্রাম! সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল জেংগোত’-এর রাস্তাঘাট-লোকালয়।

ঐতিহ্যবাহী মোম বাটিক এবং বাটিকের কাপড় তৈরির জন্য বিখ্যাত গ্রামটি। সম্প্রতি বন্যার পানি কারখানায় ঢুকে পড়ায়, ছড়িয়ে পড়ে বাটিকের রং। বিষয়টি বার্তা সংস্থা- রয়টার্সকে নিশ্চিত করে স্থানীয় কর্তৃপক্ষ। দাবি- বৃষ্টির সাথ বিলীন হবে গাঢ় লাল রং।

গেলো মাসে ইন্দোনেশিয়ার অপর একটি গ্রাম বাটিকের ঘন সবুজ রঙে ছেয়ে যায়। সাম্প্রতিক বন্যায় দেশটিতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৪৩ জন।

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ২০১৩ সালের পর সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখছে দ্বীপরাষ্ট্রটি।

Exit mobile version