Site icon Jamuna Television

সাগরে সাবমেরিনের সাথে জাহাজের সংঘর্ষ

সাগরে সাবমেরিনের সাথে জাহাজের সংঘর্ষ

প্রশান্ত মহাসাগরে একটি বাণিজ্যিক জাহাজের সাথে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হয়েছে জাপানের সাবমেরিন। সোমবার শিকোকু দ্বীপের কাছে সাগরতল থেকে ভেসে ওঠা সময় এই সংঘর্ষ হয়।

এতে তিনজন ক্রু আহত হয়েছেন। সংঘর্ষে প্রায় তিনশ ফুট দীর্ঘ সাবমেরিনটির অ্যান্টেনাসহ ওপরের অংশ ভেঙ্গে পড়ে। নেভিগেশন সিস্টেম ক্ষতিগ্রস্ত হওয়ায় ডুবোজাহাজটির সাথে কেন্দ্রীয় কমান্ডের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে মোবাইল ফোনে যোগাযোগ করে সহায়তা চান ক্রু’রা।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যে জাহাজের সাথে সাবমেরিন ধাক্কা খেয়েছে, সেটি হংকংয়ের। তবে ওই জাহাজের তেমন ক্ষতি হয়নি। জাপানি নৌবাহিতে বিভিন্ন ধরণের ১৯টি সাবমেরিন রয়েছে।

দুর্ঘটনাকবলিত সাবমেরিনটি টোকিও দ্বীপের নিরাপত্তায় মোতায়েন করা ছিলো।

Exit mobile version