Site icon Jamuna Television

প্রখ্যাত আলেমে দ্বীন বেলায়েতুল্লাহ নূর এর ইন্তেকাল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার প্রখ্যাত আলেমে দ্বীন, জেলা জামে মসজিদের খতিব ও ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসা শায়খুল হাদিস মাওলানা বেলায়েতুল্লাহ নূর ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার সকাল ১০টায় ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর। তিনি ডায়াবেটিস ও কিডনিজনিত বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়েছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। তার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ায় শোকের ছায়া নেমে আসে। শনিবার বাদ মাগরিব জেলা ঈদগাহ ময়দানে নামাজে জানাযা শেষে পৌর এলাকার শিমরাইলকান্দি কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার অধ্যক্ষ মুফতি মাওলানা মোবারক উল্লাহ। মাওলানা বেলায়েতুল্লাহ নূর জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসা ও ভারতের ঐতিহ্যবাহী দেওবন্দ মাদরাসায় পড়াশোনা করেন।

Exit mobile version