Site icon Jamuna Television

টিকা নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে কেউ সুবিধা করতে পারেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

কোভিড নিয়ন্ত্রণের জন্য যা যা প্রয়োজন সবই করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে কোনরকম বিভ্রান্তি ছড়িয়ে কেউ সুবিধা লাভ করতে পারেনি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে কোভিড-১৯ এর টিকা নিয়ে একথা বলেন তিনি।

এসময় মন্ত্রী জানান কোভিড মোকাবেলায় সব পুলিশ সদস্যকে টিকা নেয়ার নিদের্শের পাশাপাশি সাধারণ মানুষকেও টিকা নিতে বলেছেন প্রধানমন্ত্রী। মন্ত্রী বলেন, প্রথমে পুলিশ সদস্যদের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়েছিল, আতঙ্কও বেড়ে গিয়েছিলো। লকডাউনের সময় ফ্রন্ট লাইনার পুলিশ সদস্যদের করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে গেলেও রাজারবাগ পুলিশ হাসপাতাল দক্ষতার সাথে তা নিয়ন্ত্রণ করেছে।

রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পুলিশ ছাড়াও প্রতিদিন ৩শ জনকে করোনা ভ্যাক্সিন দেয়া হচ্ছে। ১৮ টি বুথ স্থাপন করা হয়েছে।

Exit mobile version