Site icon Jamuna Television

যুক্তরাজ্যে ২২ শতাংশ মানুষ করোনা টিকার আওতায়

যুক্তরাজ্যে ২২ শতাংশ মানুষ করোনা টিকার আওতায়

যুক্তরাজ্যের ২২ শতাংশ মানুষ এসেছেন করোনা টিকা কার্যক্রমের আওতায়। সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিবেচিত দেড় কোটির বেশি মানুষ পেয়েছেন প্রথম ডোজ।

দ্বিতীয় ডোজও পেয়েছে সাড়ে ৫ লাখের ওপর মানুষ। রোববার, এক ভিডিওবার্তায় এসব তথ্য জানান প্রধানমন্ত্রী বরিস জনসন। তার দাবি- টিকা কর্মসূচির প্রাথমিক লক্ষ্য পূরণ হয়েছে। সরকারের এ সাফল্যকে উল্লেখযোগ্য মাইলফলক আখ্যা দেন বরিস।

গত ডিসেম্বরে, যুক্তরাজ্যই প্রথম দেশ হিসেবে করোনা টিকার সার্বজনীন প্রয়োগের অনুমোদন দেয়।

Exit mobile version