Site icon Jamuna Television

১ম ডোজ নেয়ার দু’মাস পর দেয়া হবে করোনা ভ্যাকসিনের ২য় ডোজ

করোনার টিকা: বয়স্কদের কেন্দ্রে নিবন্ধন বিবেচনা করার আশ্বাস স্বাস্থ্য সচিবের

এক মাস নয়, করোনার টিকার প্রথম ডোজ নেয়ার দু’মাস পর দেয়া হবে দ্বিতীয়টি। এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম খুরশীদ আলম।

আজ সোমবার বিকেলে রাজধানীর মহাখালীতে দ্বিতীয় ডোজ দেয়ার সময় পরিবর্তনের কথা জানান তিনি। তিনি বলেন, গবেষণায় দেখা গেছে প্রথম দুই ডোজের মাঝে দুই মাস ব্যবধানে ফল ভালো পাওয়া যায়। জাতীয় কারিগরী পরামর্শক কমিটির পরামর্শ অনুযায়ী দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার সময়ে এই পরিবর্তন করা হয়েছে।

তিনি আরও জানান, যারা টিকা নিয়েছেন, তাদের দ্বিতীয় ডোজের জন্য এক মাস পরের দেয়া তারিখ পাল্টে নতুন তারিখ দেয়া হবে।

Exit mobile version