Site icon Jamuna Television

রাজধানীর বিমানবন্দর এলাকার পাশ থেকে নবজাতক উদ্ধার

রাজধানীর বিমানবন্দরের বলাকা ভবন এলাকার সড়কের পাশের ঝোপঝাড় থেকে এক মেয়ে নবজাতকে উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক দুই থেকে তিন দিন বলে জানিয়েছে পুলিশ।

আজ সোমবার দুপুরের দিকে উদ্ধারের পর চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। বিমানবন্দর থানা পুলিশ জানায়, বলাকা ভবনের এক পরিচ্ছন্নতাকর্মী পরিস্কার করতে জীবিত নবজাতককে দেখতে পায়। পরে পুলিশকে জানালে শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল ভর্তি করা হয়।

উদ্ধার হওয়া নবজাতকটি এখন পর্যন্ত সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ডিএমসি কর্তৃপক্ষ জানিয়েছে, নবজাতকটি এখানে ভর্তি হয়েছে। তার প্রয়োজনীয় সব চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তারা।

Exit mobile version