Site icon Jamuna Television

এমবাপ্পের হ্যাটট্রিকে বার্সেলোনাকে উড়িয়ে দিলো পিএসজি

শেষ ষোলর ম্যাচে কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিকে বার্সেলোনাকে অ্যাওয়ে ম্যাচে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে প্যারিস সেন্ট জার্মেই।

নেইমার বিহীন পিএসজির বিপক্ষে ঘরের মাঠ নূ ক্যাম্পে অনুষ্ঠিত ম্যাচে প্রথম লিড নেয় বার্সেলোনা। ২৭ মিনিটে পেনাল্টি থেকে স্কোর শিটে নাম তোলেন লিওনেল মেসি। এরপর এলএমটেনের কাছ থেকে লাইম লাইট কেড়ে নেন এমবাপ্পে। ৩২ মিনিটে পিএসজিকে সমতায় ফেরান এই ফরাসী সেনসেশন।

৬৫ মিনিটে এমবাপ্পে দ্বিতীয় গোল করলে এগিয়ে যায় প্যারিসের ক্লাবটি। ৭০ মিনিটে ময়েস কিনের গোলের ৩-১ গোলের লিড নেয় পোচেত্তিনো শীষ্যরা। আর ৮৫ মিনিটে এমব্বাপে হ্যাটট্রিক পূর্ণ করলে ৪-১ গোলে বড় জয় পায় ফরাসী চ্যাম্পিয়নরা।

ইউএইচ/

Exit mobile version