Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের সাথে টানাপোড়েনের মধ্যেই ইরান-রাশিয়ার যৌথ সামরিক মহড়া

যুক্তরাষ্ট্রের সাথে টানাপোড়েনের মধ্যেই যৌথ সামরিক মহড়া চালাচ্ছে ইরান ও রাশিয়া। মঙ্গলবার থেকে ভারত মহাসাগরে হচ্ছে দু’দেশের শোডাউন।

‘ইরান-রাশিয়া মেরিটাইম সিকিউরিটি বেল্ট- ২০২১’ নামের এ মহড়ার পরিধি ১৭শ’ স্কয়ার কিলোমিটার। যাতে যোগ দিয়েছে ইরান রেভ্যুলেশনারি গার্ডের শক্তিশালী ইউনিট। অন্যদিকে, বিশালাকার রণতরী, মালবাহী জাহাজ এবং বেশকিছু হেলিকপ্টার নিয়ে মহড়ায় অংশ নিয়েছে রাশিয়া।

২০১৯ সালের পর এটাই দেশ দুটির দ্বিতীয় সামরিক মহড়া। আঞ্চলিক উত্তেজনা নিরসন এবং মার্কিন আগ্রাসন কমাতেই ছিলো সে উদ্যোগ।

ইউএইচ/

Exit mobile version