Site icon Jamuna Television

আল জাজিরার তথ্যচিত্র: সামিসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

আল জাজিরার তথ্যচিত্রে মূল চরিত্রে থাকা শায়ের জুলকারনাইন সামিসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আব্দুল মালেক।

বুধবার সকালে ঢাকা মহানগর হাকিম আদালতে মামলা দায়ের করেন তিনি। মামলা গ্রহণের বিষয়ে আজই শুনানি হওয়ার কথা রয়েছে। মামলায় নাম থাকা অপর তিনজন হলেন, নেত্র নিউজের প্রধান সম্পাদক- তাসনিম খলিল, ব্রিটিশ সাংবাদিক- ডেভিগ বার্গম্যান, আল জাজিরার ডিরেক্টর জেনারেল- মোস্তেফা স্যোউয়াগ।

আসামিরা পরস্পর যোগসাজস করে বাংলাদেশ সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার করে বিশ্বে ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ আনা হয়েছে। প্রতিবেদন সুনির্দিষ্ট ও সুস্পষ্ট প্রমাণ ও বক্তব্য না দিয়ে গত ১ ফেব্রুয়ারি অল ‘দ্যা প্রাইম মিনিস্টার মেন’ শিরোনামে তথ্য চিত্র প্রচার করে।

Exit mobile version