Site icon Jamuna Television

২০২৭ সাল পর্যন্ত যুক্তরাজ্যের বাজারে জিএসপি সুবিধা পাবে বাংলাদেশ

২০২৭ সাল পর্যন্ত যুক্তরাজ্যের বাজারে জিএসপি সুবিধা পাবে বাংলাদেশ বলে জানিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন।

বুধবার সকালে বারিধারায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, বাংলাদেশে ব্যবসা বাণিজ্য বাড়াতে চায় ব্রিটেন। বাংলাদেশে অন্তত ৯টি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চালানোর আগ্রহ প্রকাশ করেন ব্রিটিশ এই হাইকমিশনার। আমলাতান্ত্রিক ও পদ্ধতিগত জটিলতা এখনো বিদেশি বিনিয়োগকারীদের জন্য বড় বাধা বলেও জানান তিনি।

ইউএইচ/

Exit mobile version