Site icon Jamuna Television

টেক্সাসে ২৫ হাজারের বেশি কচ্ছপ উদ্ধার, অতিরিক্ত ঠাণ্ডায় মৃত্যুর আশঙ্কা

টেক্সাসে ২৫ হাজারের বেশি কচ্ছপ উদ্ধার, অতিরিক্ত ঠাণ্ডায় মৃত্যুর আশঙ্কা

যুক্তরাষ্ট্রে টেক্সাসের বিভিন্ন রিসোর্ট এবং কনভেনশন সেন্টার থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ সামুদ্রিক কচ্ছপ। গেলো তিনদিনের টানা অভিযানে এসব কচ্ছপ উদ্ধার করা হয়।

বলা হয়, স্বাভাবিক তাপমাত্রায় এগুলো লেকের পানিতে থাকতে পারতো। কিন্তু মাইনাস তাপমাত্রায় সব পানি বরফে পরিণত হয়ে যাচ্ছে। অতিরিক্ত ঠান্ডায় মারা পড়তে পারে কচ্ছপগুলো। তাই সমুদ্রে অবমুক্ত করতে এগুলো উদ্ধার করা হচ্ছে।

মূলত তীব্র তুষারপাতে বিদ্যুৎ বিচ্ছন্ন হয়ে যাওয়ায় এবং পানি না থাকায় এ উদ্যোগ নেয়া হয়েছে। যত দ্রুত সম্ভব সহনীয় তাপমাত্রায় রেখে কচ্ছপগুলোকে সমুদ্রে ছেড়ে দেয়ার কথা জানায় উদ্ধারকারী দল। তারা বলছে, তিন দিনে পাওয়া গেছে ২৫ হাজারের বেশি কচ্ছপ।

Exit mobile version