Site icon Jamuna Television

মাকে সাথে নিয়ে দেশ ছাড়লেন সাকিব

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে মাকে সাথে নিয়ে আমেরিকার উদ্দেশে ঢাকা ছেড়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। পরিবারে নতুন সদস্য আগমনের ক্ষণে পরিবারের পাশে থাকতেই নিউজিল্যান্ড সিরিজ থেকে ছুটি নিয়েছেন সাকিব।

দেশ ছাড়ার আগে মিস্টার অলরাউন্ডার বলেন, ‘অবশ্যই মিস করব। খেলতে পারলে ভালো লাগতো। এখন আসলে কিছু করার নেই। দেখা যাক কী হয়। দলের জন্য শুভকামনা।

এর আগে, উইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে পড়েছিলেন সাকিব আল হাসান। আর আইপিএলের জন্য খেলছেন না শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ।

Exit mobile version