Site icon Jamuna Television

নিজেদের অপকর্ম ঢাকতে জিয়াউর রহমানের খেতাব কেড়ে নিতে চায় সরকার: রিজভী

নিজেদের অপকর্ম ঢাকতে জিয়াউর রহমানের খেতাব কেড়ে নিতে চায় সরকার: রিজভী

দেশের কুকীর্তি-অপকীর্তি ঢাকার জন্য দেশের শ্রেষ্ঠ সন্তানের খেতাব কেড়ে নিতে চাইছে সরকার। এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবে জিয়ার বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের মানববন্ধন করে।

এ সময় রিজভী বলেন, আজকে যারা ক্ষমতায় আছে তারা মুক্তিযুদ্ধ করেনি। সেজন্য তারা প্রকৃত মুক্তিযোদ্ধাদের খেতাব কেড়ে নিতে চায়। দলীয় লোকদের দিয়ে সরকার ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা করছে বলেও অভিযোগ করেন রিজভী আহমেদ।

Exit mobile version