Site icon Jamuna Television

শ্রীদেবীর সঙ্গে নিজের তুলনা করলেন কঙ্গনা

‘শ্রীদেবীর পর ইন্ডাস্ট্রিতে আমিই একমাত্র অভিনেত্রী যে কিনা কৌতূক অভিনয়ের ক্ষেত্রেও পারদর্শী’

‘শ্রী-দেবীর পর ইন্ডাস্ট্রিতে আমিই একমাত্র অভিনেত্রী যে কিনা কৌতুক অভিনয়ের ক্ষেত্রেও পারদর্শী’, আবারও এমন এক মন্তব্য করলেন বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাওয়াত।

কিছুদিন আগেই নিজেকে মেরিল স্ট্রিপ ও ‘ওয়ান্ডার ওম্যান’ গাল গ্যাডোটের সঙ্গে তুলনা করেছিলেন তিনি। এবার শ্রী-দেবীর সঙ্গে নিজের তুলনা করে আবার খবরের শিরোনামে কন্ট্রোভার্সি কুইন।

২০১১ সালে তার অভিনীত সিনেমা ‘তনু ওয়েডস মনু’ মুক্তির ক্ষণটিকে স্মরণ করতে তিনি একটি ছবি পোস্ট করেন নিজের টুইটারে। আর তাতে তিনি শ্রী-দেবীর সঙ্গে একই আসনে বসিয়েছেন নিজেকেও।

Exit mobile version