Site icon Jamuna Television

মুক্তিযুদ্ধে জিয়ার অবদান অস্বীকার মানে স্বাধীনতাকেই অস্বীকার: ফখরুল

ফাইল ছবি।

মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদান যারা অস্বীকার করতে চায়, তারা স্বাধীনতাকেই অস্বীকার করছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, জিয়াউর রহমানের খেতাব কেড়ে নেয়ায় বিএনপি ও জনগণের কিছু যায় আসে না; কারণ ইতিহাস জিয়াউর রহমানকে ধারণ করে।

অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রস্তাবনা মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবমাননা। সরকার একদিকে গণতন্ত্রের কথা বলছে, অন্যদিকে বিরোধী মত দমন করছে।

Exit mobile version