Site icon Jamuna Television

বঙ্গবন্ধু জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপের আসর বসবে কক্সবাজারে

আগামী ১ মার্চ থেকে শুরু হবে বঙ্গবন্ধু জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপ। প্রথমবারের মতো ঢাকার বাইরে কক্সবাজারে অনুষ্ঠিত হবে আর্চারির এই লড়াই।

প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে পর্যটন নগরীর শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এবারের আসরে অংশ নেবে জেলা, ক্লাব ও সার্ভিসেস সংস্থাসহ ৪০টি দল।

রিকার্ভ ও কম্পাউন্ড এই দুই বিভাগে লড়বেন ১৪৮ জন আর্চার। মোট পাঁচটি ইভেন্টে লড়াই করবেন প্রতিযোগিরা। বাতাসে নিশানা ঠিক করতে এই ভেন্যু বেছে নেয়া হয়েছে বলে দাবি আয়োজকদের।

প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। আর পর্দা নামবে আগামী ৪ মার্চ।

Exit mobile version