Site icon Jamuna Television

ম্রোদের জমিতে হোটেল নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

চিম্বুকের নাইতং পাহাড়ে ম্রোদের জমিতে ৫ তারকা হোটেল নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে আদিবাসী ও পরিবেশবাদী সংগঠনগুলো।

মঙ্গলবার সকালে শাহবাগে মানববন্ধনে বক্তারা বলেন, যুগ যুগ ধরে এই জায়গা ম্রোদের। ভূমিকার মালিকানা স্বত্ব জেলা পরিষদের নেই। তারপরেও যে ২০ একর জমির ইজারা দিয়েছে তা অবৈধ।

তারা বলেন, হোটেল নির্মাণ করা হলে প্রায় ৬টি ম্রো পাড়া উচ্ছেদ হবে, ১০ হাজার বাসিন্দার জীবিকার স্থায়ী ক্ষতি হবে।

পরিবেশ, ম্রোদের জনগোষ্ঠীর জীবন-জীবিকার বিষয়টি বিবেচনা করে অবিলম্বে ম্যারিয়ট হোটেল প্রকল্প ও ইজারা দেয়া জমি বাতিল, প্রকল্প থেকে সেনাবাহিনীর সম্পৃক্ততা প্রত্যাহার, হুমকির অভিযোগ খতিয়ে দেখাসহ বেশকিছু দাবি তুলে ধরে ম্রো জনগোষ্ঠী।

Exit mobile version