Site icon Jamuna Television

কলারোয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর ও তিনটি দোকান পুড়ে ছাই

সাতক্ষীরার কলারোয়ায় আগুনে বসতঘর ও তিনটি দোকান পুড়ে গেছে। উপজেলার জালালাবাদ গ্রামে সোমবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, ২টি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে একটি বসতবাড়ি ও তিনটি দোকান আগুনে ভস্মীভূত হয়ে গেছে।

কলারোয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. ওবায়দুল্লাহ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইলেকট্রিক লাইন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। আগুনে কেউ হতাহত হয়নি।

Exit mobile version