Site icon Jamuna Television

বিজেপিতে যোগ দিতে পারেন সৌরভ গাঙ্গুলি

সৌরভ গাঙ্গুলি বিজেপিতে যোগ দিতে পারেন বলে জোরালো কানাঘুষা চলছে পশ্চিমবঙ্গে। বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের ইঙ্গিতপূর্ণ মন্তব্য জল্পনা উস্কে দিয়েছে আরও।

মোদির সভায় সৌরভ থাকবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্রামের পর নেট প্রাকটিসে নামতে পারেন সৌরভ, মানুষও তাই চাইছেন। আবহাওয়া ভালো মনে করলে মাঠে নামবেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন, এমন মন্তব্যও করেন শমীক।

এর আগে বিজেপি সভাপতি অমিত শাহের কলকাতা সফরে সৌরভ বিজেপিতে যোগ দিতে পারেন বলে গুঞ্জন উঠেছিল। প্রায় তিন বছর ধরেই সৌরভের বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা-কল্পনা চলছে। বিসিসিআই’র সভাপতি হিসেবে যোগদানের পর তা আরও বাড়ে।

সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির পর প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত সবাই যেভাবে খোঁজ-খবর নিয়েছে, তাতেও জোরালো হয়েছে গুঞ্জন।

ইউএইচ/

Exit mobile version