Site icon Jamuna Television

লেখক মুশতাক আহমেদের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। ফাইল ছবি

লেখক মুশতাক আহমদের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন। বৃহস্পতিবার সচিবালয়ে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গাজীপুর ডিসি ও কারা কর্তৃপক্ষের আলাদা তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী মুশতাক আহমেদের স্বাভাবিক মৃত্যু হয়েছে।’

তবে এখনও ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া যায়নি, সেটি পাওয়া গেলে চূড়ান্ত তথ্য পাওয়া যাবে বলেও নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ডিজিটাল নিরাপত্তা আইনে হওয়া মামলায় লেখক মুশতাক আহমেদ গ্রেফতারের পর ১০ মাস ধরে কাশিমপুর কারাগারে ছিলেন। এরপর গত ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ৮টা ২০ মিনিটের দিকে তিনি কারাগারে মারা যান।

অসুস্থ হয়ে পড়লে তাকে নেয়া হয় গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে মুশতাককে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

গত বছর মে মাসে র‍্যাব ডিজিটাল নিরাপত্তা আইনে লেখক মুশতাক, কার্টুনিস্ট কিশোর, রাষ্ট্রচিন্তা সংগঠনের দিদার, মিনহাজসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করে। তাদের মধ্যে কিশোর ও মুশতাক নয় মাস ধরে কারাগারে ছিলেন।

Exit mobile version